চকরিয়া-লামা-আলীকদম থানচি পোয়ামুহুরী সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে সভাপতি ফরিদ,সম্পাদক ইসমাইল
বেলাল আহমদ,বান্দরবান।
চকরিয়া-লামা-আলীকদম-থানচি-পোয়ামুহুরী সড়ক পরিবহন মালিক সমবায় সমিতি রেজি: নং ৬৯০ এর বহুপ্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন ফরিদ আহমদ সওদাগর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো: ইসমাইল।
বুধবার (২জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
যেসব পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি পদে ফরিদ আহমদ সওদাগর, সহ-সভাপতি পদে সুলতান আকবর মুমিন, সাধারণ সম্পাদক পদে মো: ইসমাঈল,
যুগ্ম সম্পাদক পদে মালেক, সাংগঠনিক সম্পাদক পদে রিয়াজ, কোষাধ্যক্ষ পদে বাদশা মিয়া ও লাইন সম্পাদক পদে বেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ শেষে নির্বাচনে দায়িত্বরত কমিশনার ভোট গননার পরে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন।