আমিরাবাদ ঘোনাপাড়া শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসায় ২৪ গণ- অভ্যুত্থানে নিহত শহিদ,র স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্বৈরচার হাসিনা সরকারকে হঠাতে ২৪ গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ই আগস্ট ২৫ ইং (মঙ্গলবার) সকাল ১০ টায় আমিরাবাদ ঘোনাপাড়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক হাজী আলতাফ মিয়ার সভাপতিত্বে শাহ মজিদিয়া আখতারুল দাখিল মাদ্রাসার সহ সুপার আবুল মাকসুমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শাহমজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার প্রধান উদ্যোক্তা ও স্বপ্নদ্রেষ্টা অ্যাডভোকেট মুহাম্মদ জসিম উদ্দীন সরকার।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গণঅভ্যুত্থানে নিহত শহীদরা আমাদের অনুপ্রেরণা তাদের রক্তের উপর দিয়ে অর্জিত হল বাংলাদেশের ২য় স্বাধীনতা এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের ন্যায় ইনসাফ বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠন করতে অন্যতায় এই স্বাধীনতা আমাদের কাজ থেকে হারিয়ে যাবে। তিনি আরো বলেন, এই স্বাধীনতা অর্জনে যারা শহিদ হয়েছে তাদের ত্যাগ তখনই স্বার্থক হবে যখন আমরা মানুষের মৌলিক অধিকার, কথা বলার বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারব।
[caption id="attachment_6782" align="alignnone" width="300"] আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনে সকল শ্রেণি পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারব।[/caption]
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ। মাদ্রাসার দাতা সদস্য হাজী মো; ইউনূস। মাওলানা আমির হোসাইন,
এছাড়াও মাওলানা নুরুল আমিন চৌধুরী, শিক্ষক সাকিবুর রহমান ওয়াহিদ উদ্দিন
মিহাদ উদ্দীন,প্রমুখ।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ৩৬ জুলাই নিয়ে বিভিন্ন ধরনের চমৎকার কবিতা আবৃত্তি, গান ও ইসলামি সংগীত পরিবেশন করা হয়।।