
আনোয়ারা এনসিপির বিক্ষোভ, গণঅভ্যুত্থানের বিপ্লবীদের চট্টগ্রামে আগমনে উপলক্ষে স্বাগতম মিছিল
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা ও চট্টগ্রাম চকরিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনোয়ারা উপজেলা শাখা। রবিবার(২০ জুলাই)বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শশী কমিউনিটি সেন্টার গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনোয়ারা উপজেলা শাখার নেতা মোঃ দেলোয়ার হোসেন নেতৃত্বে
বিক্ষোভ মিছিলে আরো উপস্তিত ছিলেন দক্ষিণ জেলা নেতা আকাশ নূর, আনোয়ারা উপজেলা শাখার নেতা শাহেদ ,মোহাম্মদ দিদার, মোহাম্মদ নূর,সাজ্জাদ,রাসেল,জসিম লাবু ,ফারুক মনির,শাহরিয়া প্রমূখ । জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনোয়ারা উপজেলা শাখার নেতা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা দেশ থেকে পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। আমরা যদি একতাবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে না পারি তাহলে সারা দেশের বিভিন্ন প্রান্তেই গোপালগঞ্জের মতো ঘটনা ঘটতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের মতো আমরা ঐক্যবদ্ধ থাকলে অচিরেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। গণঅভ্যুত্থানের বিপ্লবীদের চট্টগ্রামে আগমনে উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আনোয়ারা উপজেলা শাখার স্বাগতম মিছিলটি চট্টগ্রাম বিপ্লবী উদ্যানে জুলাই পদযাত্রায় যোগ দেন।