আনোয়ারায় বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আনোয়ারায় বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হইছ।
বুধবার(৩ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিলটি কালাবিবি দীঘি মোড় হতে শুরু হয়ে চাতুরী চৌমুহনী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাষ্টার রফিক,জাগির আহমেদ,দিল মোহাম্মদ মন্জু, এম. মনসুর উদ্দিন, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক,জামাল উদ্দিন আনসারী,মোহাম্মদ কাশেম,মোহাঃ জাহাঙ্গীর,রফিক ডিলার,মোহাং জসিম,মোস্তাক আহমেদ,আবদুল মঈন চৌঃ ছোটন,ফরিদুল আলম মিল্টন,আবদুল হক,মোহররম আলী,ইউচুপ মাস্টার,আবু বক্কর,মোহাং সাদেক,,মোহাং লিয়াকত,লোকমান,ইসমাইল তালুকদার,মোহাং ইদ্রিস,মোহাং আকতার,নুরুল ইসলাম,কনক চৌধুরী,আবু সালেহ, মামুন খান,বিএনপি নেতা নুরুল হুদা,নেজাম উদ্দিন,মোহাং নাছির,দিদার,টিপু চৌধুরী,মোজ্জামেল,আজিজ,মোহাং ফেরদৌস,ইলিয়াস,দিদার,মোহাং ইউচুপ,তারেক মেম্বার,মনসুর মেম্বার, মিজান,আনোয়ারা উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া,আলম,মাবুদ,সোহেল,আমিন,নুরুল কবির,ওসমান শিকদার,শোয়েব,আজম খান,সেলিম হোসেন,আরিফ,মোরশেদ,কায়েস,শাকিল,তানভির আরিফ,এরশাদ,নেজাম,ইরফান,হেলাল,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লৎফুর আলম টিটু,জেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, উপজেলা আহবায়ক নাঈম উদ্দিন, সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান,হাসান,শামসুল আলম,দস্তগীর,মুসা ইসলাম,এরশাদ,সুমন,নাছির চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,জাহেদ,নুর শাহেদ,তারেক,উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল,হান্নান, সোহেল,রাশেদ,জুয়েল,মালেক,অনিক,রিহাজ,ফোরকান, মানিক,হিরু,শাহেদ,আনোয়ারা কলেজ সভাপতি বোরহান উদ্দিন,ইমরান হোসেন,শফিউল,আরফাত,মাহিম,তারেক,বটতলী কলেজ সভাপতি তারেক, সদস্য সচিব মিনহাজ উদ্দিন রাকিব, আনোয়ারা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নিজাম উদ্দিন,নুর ইসলাম মেম্বার,আনোয়ার, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জামাল, বাবুল হোসেন, সেলিম,আজম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *