আনোয়ারায় জায়গার বিরোধে শতাধিক বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা ও ভাঙচুর, আদালতে মামলা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাজ্জাদ হোসেন নামে এক যুবকের বাড়িতে রাতের আঁধারে শতাধিক বহিরাগত নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে মামলা দায়ের করেছেন (সি.আর মামলা নং-৬৫২/২০২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকালে এবং ১৪ সেপ্টেম্বর গভীর রাতে দুই দফায় অভিযুক্তরা সাজ্জাদ হোসেনের নির্মাণাধীন পাকা ঘরে হামলা চালায়। প্রথম দফায় তারা কাজ বন্ধ করে প্রাণনাশের হুমকি দেয়। দ্বিতীয় দফায় তারা শতাধিক বহিরাগত দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিলার ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া ঘরে অনধিকার প্রবেশ করে আলমারি ভেঙে চার লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, একটি টিভি, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
এসময় বাদীকে লোহার রড দিয়ে মারধর করে আহত করা হয়। পরে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে চারদিক থেকে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই।ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাদী আদালতে মামলা দায়ের করেন।
মামলায় মোহাম্মদ আজিজ, আবদুল হালিম, মোঃ এয়াকুব, মোঃ মোরশেদসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আদালতে বাদী দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, আদালতের কোনো আদেশ আসে নাই আসলে ব্যবস্থা নিও হবে।