আনোয়ারায় কৃষকদলের অফিসে হামলা ও ভাঙচুর

আনোয়ারায় কৃষকদলের অফিসে হামলা ও ভাঙচুর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষকদলের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ইসলামী ব্যাংকের পেছনে অবস্থিত উপজেলা কৃষকদলের অফিসে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, মোঃ জামশেদ (২৭) মোঃ এরশাদ (২৫), মোঃ হাছান চৌধুরী (৫০)।
এসময় তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন অজ্ঞাত ৫০ থেকে ৬০ জন।

অভিযোগকারী আনোয়ার হোসেন জানান, চাতরী চৌমুহনী চাঁদাবাজির বিষয়ে আনোয়ারা থানা কৃষক দলের অফিসে তাদেরকে মীমাংসা করে দেওয়ার জন্য একটি সালিশি বৈঠক বসানো হয়েছিল। এই সময় বৈঠক চলাকালে বিবাদী জামশেদ (২৭) ও এরশাদ (২৫) বৈঠকের সিদ্ধান্ত অগ্রাহ্য করে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা বিবাদী হাসান চৌধুরীর (৫০) নেতৃত্বে ৫০-৬০ জন অজ্ঞাত দুর্বৃত্তকে সঙ্গে নিয়ে লোহার রড, লাঠিসোটা, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে অফিসে প্রবেশ করে। হামলাকারীরা নির্বিচারে চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে এবং দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। বাঁধা দিতে গেলে বাদীসহ তিনজন সাক্ষী শারীরিকভাবে আহত হন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কৃষকদলের নেতাকর্মীদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন বলেন, কৃষক দলের অফিসে হামলার ঘটনা ঘটেছে, তা আমি অবগত আছি। আমি ইতিমধ্যে আমার সিনিয়রদেরও বিষয়টি জানিয়েছি এবং আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আনোয়ারা থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হয়।

অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, কৃষক দলের অফিসে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *