সাগরে জলদস্যু তান্ডব: মহেশখালীতে জেলেদের মানববন্ধন

‎সাগরে জলদস্যু তান্ডব: মহেশখালীতে জেলেদের মানববন্ধন

‎হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি::
‎সাগরে জলদস্যুদের তান্ডব ও জেলেদের উপর অব্যাহত ডাকাতি-নিপীড়নের প্রতিবাদে মহেশখালীতে বিক্ষুব্ধ জেলেরা আজ এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

‎রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা এলাকায় শতাধিক জেলে হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা “সাগরে নিরাপত্তা চাই”, “জলদস্যুদের দমন করো”, “জেলেদের জীবন বাঁচাও”— এমন স্লোগান দিতে দিতে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎বক্তারা বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় জলদস্যুদের তান্ডবে জেলেরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত মাছের ফিশিং ট্রলার লুটপাট ডাকাতী, জেলেদের ওপর হামলা, অপহরণ, খুনের ঘটনা ঘটেছে। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

‎জেলেদের এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সংহতি প্রকাশ করেন।

‎মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ বাহীনি কন্টিজেন কমান্ডার, ওসি মহেশখালী, কোস্টগার্ডকে স্মারকলিপি প্রদান করেন ।

‎চলমান মানববন্ধন শেষে জেলেরা প্রশাসনের নিকট সাগরে টহল জোরদার ও জলদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, যেকোন কাউকে জলদস্যুতার প্রমাণ পেলে আমরা আইনত পদক্ষেপ নেব । গত গত মাসে কয়েকজন জলদস্যুকে গ্রেপ্তার পুর্বক আদলতে সুপর্দ করেছি । ভবিশ্যতেও এ পদক্ষেপ চলমান থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *