
লামায় সাবেক ইউপি চেয়ারম্যান জসিম ও তার ছেলে নিহাল পুলিশের হাতে আটক
বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন (৫২)ও তার ছেলে ছাত্রলীগ নেতা হাসান নিহাল(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক থাকার পর (১৬ আগস্ট) শনিবার দুপুরের চট্টগ্রামের খুলশী থানাধীন একটি ভাড়াবাসা থেকে অভিযানের মাধ্যমে তাদের আটক করে লামা থানা পুলিশ।
পলাতক চেয়ারম্যান জসিম উদ্দিন লামা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং তার ছেলে হাসান নিহাল আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের সিনেমা হলের টিকিট বিক্রেতা জসিম উদ্দিন আওয়ামিলীগের সাবেক এক নেতার হাত ধরে আওয়ামিলীগের রাজনীতি শুরু করেন, চেয়ারম্যান থাকা অবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও তাঁর ছেলে আধিপত্য বিস্তার করে নারী ও শিশু নির্যাতন,একাধিক নারী কেলেংকারী বিভিন্ন মানুষকে মারধর করে জমি জবরদখল,সাংবাদিক নির্যাতন, ইয়াবা মাদক ব্যবসা ও ভয়ভিতী দেখিয়ে স্থানীয়দের আতঙ্কিত করা আওয়ামীলীগের গুটি কয়েকজন ছাড়া অন্যেরাও তার হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি।তার আটকের খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা।
লামা থানাধীন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন,বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত জসিম উদ্দিন ও হাসান নিহালকে আটক করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) তোফাজ্জল হোসেন বলেন, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।