
মাত্র ১৮০ টাকার অভাবে বহিষ্কৃত সেই শিশু শিক্ষার্থীর পাশে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন
স্টাফ রিপোর্টার: মাত্র ১৮০ টাকা পরীক্ষার ফি দিতে না পারায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার মেঘলাকে (৮) পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের মঞ্জুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা এমিলি ইয়াসমিন রিনার বিরুদ্ধে।
গত সোমবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর পরিবার এবং স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত ফি পরিশোধ করতে না পারায় প্রধান শিক্ষিকা সুরাইয়াকে কটূক্তি করে বলেন, ‘তোর বাবা টাকা দিতে পারে না, তোর পরীক্ষা দিতে হবে না। তুই বাড়ি যা।’ অপমানে কেঁদে ফেললে তাকে পরীক্ষার কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
ঘটনাটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এতে সংবেদনশীল হয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইকরা সুন্নাহ ফাউন্ডেশন’।
সংগঠনের পক্ষ থেকে সুরাইয়ার পূর্বের সব বকেয়া ফি পরিশোধ করা হয় এবং তাকে পার্শ্ববর্তী ‘স্টার ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলে’ নতুন করে ভর্তি করানো হয়। পাশাপাশি, আগামী ১৬ মাসের অগ্রিম বেতন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ (খাতা-কলমসহ) শিশুটির হাতে তুলে দেওয়া হয়।
উদ্যোগ বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ও সাংবাদিক সাফিউল ইসলাম রকি, উপদেষ্টা মো. মোশারফ হোসেন ও মো. আল-আমিন ইসলাম স্বাধীন, সদস্য মো. রায়হান আলী, মো. রিপনসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ও ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মতিন মৃধা বলেন, ‘শিক্ষা একটি শিশুর জন্মগত অধিকার। মাত্র ১৮০ টাকার জন্য একটি নিষ্পাপ শিশুকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া অমানবিক এবং হৃদয়বিদারক। ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে। আমরা চাই, সুরাইয়ার মতো কোনো শিশুই যেন আর অর্থাভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।’
সুরাইয়ার মুখে এখন আবারও ফিরে এসেছে স্বপ্নের হাসি। তার পরিবার জানিয়েছে, এমন সহযোগিতা তাদের কাছে ছিল কল্পনার বাইরে। তারা কৃতজ্ঞ ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি।