
মাটিরাঙ্গার মানসিক ভারসাম্যহীন পাঁচ নারী-পুরুষকে ঢাকার আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে প্রশাসন
কমল কৃষ্ণ দে
খাগড়াছড়ি সংবাদদাতা
মানসিক ভারসাম্যহীন পাঁচ নারী-পুরুষকে ঢাকার মিরপুর শাহ্ আলী আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা বিভাগ। মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল‘র সার্বিক সহযোগিতায় তাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর উদ্যোগ নেয় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসঅঅই) মো. আক্তার হোসেন এর নেতৃত্বে একটি টীম মানসিক ভারসাম্যহীন ওই নারী-পুরুষকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন এ পাঁচ নারী-পুরুষ মাটিরাঙ্গায় অবস্থান করছে। তারা দর্বিসহ জীবন যাপন করার পাশাপাশি স্থানীয়দের বিরক্তিরও কারণ ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে সচেতন মহল থেকে তাদের অন্যত্র পাঠানোর দাবী ছিল। সবশেষে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যাক্তি আইন ২০১৫ অনুযায়ী মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা তাদেরকে ঢাকা মিরপুর শাহ্ আলী আশ্রয়কেন্দ্রে প্রেরণ করেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা মো. আব্দুর রাশেদ, মাটিরাঙ্গা থানার এএসঅঅই মো. আক্তার হোসেন, সাংবাদিক ও যুব রেডক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত দুই দিন আগে মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ নতুন কাপড়-চোপড় পরিয়ে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে ডাঃ মিল্টন ত্রিপুরা স্যারের থেকে প্রাথমিক ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ও মাটিরাঙ্গা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা মানুসিক ভারসাম্যহীন এসব ব্যাক্তিদের গোসল করিয়ে নতুন কাপড়-চোপড় পরিধান করায়।