
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লামা জামায়াতের বিক্ষোভ
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি।
“আল্লাহর আইন চাই অৎ লোকের শাসন চাই” জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)আসর নামাজের পর লামা উপজেলা মডেল মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী লামা শাখা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’ র কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে লামা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন জনাব কাজী মোঃ ইব্রাহিম, আমীর,লামা উপজেলা। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি জনাব মোঃ সোয়াইব। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব অধ্যাপক ফারুক আহমেদ সাংগঠনিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ডাক্তার ফরিদুল আলম,সভাপতি যুব বিভাগ, লামা উপজেলা, আরো বক্তব্য রাখেন জনাব জাকারিয়া হেলালি, সভাপতি ফাঁসিয়াখালী ইউনিয়ন, বক্তব্য রাখেন জনাব মোঃ আকবর সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা, বক্তব্য রাখেন জনাব মোঃ আলী নোমানী সভাপতি বমু বিলছড়ি ইউনিয়ন, বক্তব্য রাখেন জনাব মুহাম্মদ সরওয়ার আলম সহ-সভাপতি বমু বিলছড়ি ইউনিয়ন আরো বক্তব্য রাখেন জনাব মোঃ হাশেম সভাপতি, বাংলাদেশ ছাত্রশিবির, লামা উপজেলা শাখা।
দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা।