পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের চার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যরা

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয়ের চার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করলেন লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যরা
লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
“গাছ লাগাবে, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ সবুজ সতেজ করবো খোদার সেবা দান “এই স্লোগানকে সামনে রেখে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের প্রিয় সংগঠন লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ,ফুলজ ১০০০ হাজারের অধিক গাছের চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ লোহাগাড়া প্রেসক্লাবে সদস্যরা।

৮ ই সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক সংলগ্ন অবস্থিত লোহাগাড়া ল্যবরেটরী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের চারপাশে উক্ত চারা গুলো রোপন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার চৌধুরী , উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ,উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী , সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ সহ বিদ্যালয়ের শিক্ষা শিক্ষিকা ছাত্র ছাত্রীরা ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,পরিবেশের ভারসাম্য রক্ষা, উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির এই মহৎ কাজের জন্য প্রেসক্লাবের সদস্যদের প্রশংসা করেন।
চারা রোপন ও বিতরণের বিষয়ে প্রেসক্লাবের সভাপতি এম এ সাইফুল্লাহ চৌধুরী বলেন, এটি আমাদের চলমান উদ্যোগ পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে এটি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *