নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মোহাম্মদ ইসমাইলের সাথে লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মোহাম্মদ  ইসমাইলের সাথে লোহাগাড়া প্রেসক্লাবের মতবিনিময়
আবুল কালাম আজাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি লোহাগাড়ার সন্তান ড.মোহাম্মদ ইসমাইলের সাথে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

(শনিবার) ২৭ ই সেপ্টেম্বর সকাল ১১ টায় লোহাগাড়া বটতলী মোটর স্টেশনস্থ অভিজাত রেস্টুরেন্ট হালাল ডাইনের হল রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন,লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক ব্যাংকার মোজাহি হোসাইন সাগর, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন,প্রচার সম্পাদক এম এহতেশামুল হক রাব্বি, কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান সিকদার,আবুল কালাম আজাদ, অধ্যাপক আব্দুল খালেক, সত্তার সিকদার, দেলোয়ার হোসেন রশিদী,সদস্য আবদুল ওয়াহাব, আতাউর রহমান মাসুদ,মোসাদ্দেক হোসেন, মোঃ ইউসুফ, ফরহাদ ইবনে হাসেম।

সভায় ড.মোহাম্মদ ইসমাইল বলেন, সংবাদ কর্মীরা জাতির বিবেক বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের যে কোন দূর্যোগের সময় নিজেদের জীবন বাজি রেখে সাংবাদ কর্মীরা এগিয়ে আসে, ৩৬ জুলাই তার একটি জলন্ত প্রমাণ বাংলাদেশের জনগণ যখন ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল ঢাকার অলিতে-গলিতে বোমা ও গুলির শব্দে আতংকিত হচ্ছিল ঠিক সেই সময় সংবাদ কর্মীরা মাঠের মধ্যে ঘটে যাওয়া ঘটনা গুলো তুলে ধরেন।তিনি আরো বলেন আমাদের এই লোহাগাড়ার প্রতিটি জনপদে যতরকমের অসংগতি রয়েছে তা আপনারা তুলে ধরবেন সংবাদ কর্মীদের যে কোন বিপদ – আপদে আমি সবসময় পাশে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *