
দক্ষিণ ধুরুং ইউনিয়নে লাইট হাউজ সড়কে রিক্সাস্ট্যান্ড নির্মাণে দূর্নীতির অভিযোগ মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে পূর্ব আলি ফকির ডেইল লাইট হাউজ সড়কের পাশে ফকির মার্কেট রিকশাস্ট্যান্ডে নির্মাণে দূর্নীতির অভিযোগ উঠেছে ১,২,৩ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শাহেদা বেগমের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কতৃক লাইট হাউজ সড়ক অটোরিকশাস্ট্যান্ড নির্মাণ করার জন্য ২০০০০০ (দুই লক্ষ) টাকা বরাদ্দ দেওয়া হয়।কিন্তু কাগজে কলমে ২ লক্ষ টাকা বরাদ্দ হলে ও বাস্তবে তার কোন চিত্র দেখা যায় নি।
স্থানীয়রা জানান:- উক্ত রিক্সাস্ট্যান্ড নির্মাণ করার জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয় তা জানতে চাইলে মহিলা ইউপি সদস্য বলেন অল্প টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।কাজ সম্পূর্ণ করার জন্য নিজের পকেট হতে দিয়ে কাজ করতেছি।অনুমানিক ২৫০০০ টাকার কাজ হয়েছে বলে জানান স্থানীয়রা।
এবিষয়ে উক্ত ইউপি সদস্য শাহেদা বেগম জানান অল্প একটা বরাদ্দ দেওয়া হয়েছে টেনে হেঁচড়ে কাজ চালিয়ে যাচ্ছি।
স্থানীয় চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ জানান দুই লক্ষ টাকার বরাদ্দ হয়েছে উক্ত রিক্সা স্ট্যান্ডেের জন্য। বাকি টাকা গুলো দিয়ে এডিবির আরেকটা বরাদ্দের সাথে সংযোজন করে পাশের রাস্তার কাজ করা হবে।
উক্ত কাজটি ১০০ ফুট করার কথা থাকলে ও বাস্তবে ৪১ ফুট বাই ৮.৫ ফুটের কাজ করা হয়।তাই যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।