চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক বাবুল রানা 

চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক বাবুল রানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক বাবুল রানাকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
২৭ আগস্ট বুধবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় তাদের পারিবারিক কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে পাশ্ববর্তী ব্রিকস ফিল্ডের খোলা জায়গায় কয়েক হাজার মানুষের অংশ গ্রহণে  জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক বাবুল রানার এ জানাযা নামাজে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্হ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.সাইদুর রহমান, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষিকর্মকর্তা রাকীব আল রানা,হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, জনস্বার্থ প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগন। এসময মধুপুর, ঘাটাইল, গোপালপুর, ধনবাড়ীসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ, সুশীল সমাজের লোকজন, এলাকাবাসী সহ আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে তার রুহের মাগফেরাত কামনা করেন।

উল্লেখ গত ২৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ঃ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যু কালে স্রী, তিন মেয়ে স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *