কওমী ওলামায়েকেরামদের সাথে জামায়াতের প্রার্থী মাহমুদুল হাসানের মতবিনিময়

কওমী ওলামায়েকেরামদের সাথে জামায়াতের প্রার্থী মাহমুদুল হাসানের মতবিনিময়

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম -১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কওমী ওলায়ায়েকেরামের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আশরাফুল উলুম মাদ্রাসায় পরিচালক হাফেজ মাহবুবের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জিরি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহাদাত হোসাইন, ডুমুরিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, কৈয়গ্রাম মাদ্রাসার মাওলানা আব্দুল হালিম, হাইলধর মাদ্রাসার মাওলানা আব্দুল হান্নান, মোকাদ্দেস

হোসাইন তোরাবী,মাওলানা আবু তৈয়ব,নঈম উদ্দিন, মোজাম্মেল হক, আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মনির আবছার,আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা,সহ সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির শাহ প্রমুখ।

উপস্থিত ওলামায়েকেরাম বলেন, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য দশ দলীয় জোটের প্রার্থীকে আমাদের যেকোন মূল্যে বিজয়ী করতে হবে। এখন স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জালো। কোনো অবস্থাতেই এই সুযোগ কে হাতছাড়া করা যাবেনা।
এই সুযোগ হাতছাড়া করলে এদেশে ইসলাম আর টিকে থাকবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *