আনোয়ারা পরৈকোড়া প্রিমিয়ার ফুটবল ফেস্টিভালের শুভ উদ্বোধন

আনোয়ারা পরৈকোড়া প্রিমিয়ার ফুটবল ফেস্টিভালের শুভ উদ্বোধন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় পরৈকোড়া ফুটবল এসোসিয়েশন আয়োজিত “পরৈকোড়া প্রিমিয়ার ফুটবল ফেস্টিভাল ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত।

শুক্রবার(২৯আগষ্ট)বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এম. মনসুর উদ্দিন সভাপতিত্ব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জাগির হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য রফিক ডিলার, জামাল উদ্দিন আনসারী, আবু বক্কর, আবদুল হক মেম্বারএছাড়া আরও উপস্থিত ছিলেন মাহাতা পাঠনীকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এহডক কমিটির সভাপতি ফজলুল কাদের,
প্রধান শিক্ষক মোহাম্মদ ছবুর,
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল আজিজ, মোহাম্মদ আলমগীর, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন,বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরী, আবদুল করিম, কাশেম, মনজুর,যুবদল নেতা ওসমান সিকদার, আরিফ, মাসুদ পারভেজ, তানভীর উদ্দিন আরিফ, আবু বক্কর লিটন, মিঠু, লিটন,
জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, উপজেলা ছাত্রদল নেতা জুয়েল, কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন,ছাত্রদল নেতা সাকিব জাকারিয়া, সাহেদ, জুয়েল, রিহাজ, মোবারক, জামশেদ, হামিদ, দেলোয়ারসহ পরৈকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুশৃঙ্খল ও শৃঙ্খলাবদ্ধ রাখে। আগামী প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *